এইচএসসি রেজাল্ট ২০২৪ (HSC Result 2024) মার্কশিট নম্বর চেক করুন
এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪ (HSC Result 2024) মার্কশিটসহ নম্বর চেক করুন
![এইচএসসি রেজাল্ট](https://postresultbd.com/wp-content/uploads/2024/10/এইচএসসি-রেজাল্ট.webp)
এইচএসসি রেজাল্ট ২০২৪ (HSC Result 2024) মার্কশিট নম্বর চেক করুন সঠিক নিয়ম ও পদ্ধতি জেনে। আজ ১৫ অক্টোবর, ২০২৪ তারিখ রোজ মঙ্গলবার এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট ২০২৪ প্রকাশ করা হয়েছে। আজ সকাল ১১ টায় স্ব স্ব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানেরা এই ফল প্রকাশ করএন। এতে করে বেলা ১১ টায় এইচএসসি পরীক্ষার ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হয়েছে। আমরা জানি যে, বিগত ১৫ বছর ধরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করতেন। কিন্তু এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তা করছেন না বলে বোর্ড সূত্রে জানা গেছে। যার কারণে স্ব স্ব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানেরাই এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৪ প্রকাশ করেন।
এইচএসসি রেজাল্ট ২০২৪
বহুল কাঙ্ক্ষিত এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট ২০২৪ আজ ১৫ অক্টোবর প্রকাশ করা হয়েছে। শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সঙ্গে নিয়ে এবারের এইচএসসি রেজাল্ট ঘোষণা করেন। চলতি বছর ৮টি সাধারণ ও ২টি কারিগরি এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় মোট ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। যার মধ্যে পাশ ৮৩.৬২% হারে করেছেন মোট ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। সেই হিসেবে ৩ লাখ ৭ হাজার ৭২৩ জন পরীক্ষার্থী ফেল করেন। তাদের মধ্যে ১৭ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ না নিয়ে ফেল করেন। আর ২ লাখ ৯০ হাজার ৬৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে পাশ করতে পারেননি।
এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৪
২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি গত ৩০ জুন শুরু হয় সারাদেশের ১০টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে (শুধুমাত্র সিলেট ও মাদ্রাসা বোর্ড ছাড়া)। তারপর স্বাভাবিক ভাবে প্রথম ৭টি বিষয়ের পরীক্ষা গ্রহণ সম্পন্ন হবার পর দেশে শুরু হয় সরকারি চাকরিতে কোটাব্যবস্থার সংস্কারের দাবি আন্দোলনের। যার প্রেক্ষিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৮, ২১, ২৩ ও ২৫, ২৮ জুলাই, ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। এবং ৫ অগাস্ট, ২০২৪ তারিখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। পরে, পরীক্ষার্থীদের দাবি মেনে অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করা হয় এবং সাত বিষয়ে নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হলেও ১৩ বিষয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল তৈরি করা হয়েছে। অর্থাৎ ১৩ বিষয়ে ‘অটো পাশ’ দেওয়া হয়েছে।
অনলাইনের মাধ্যমে HSC রেজাল্ট দেখার নিয়ম
২০২৪ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম, তা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে কীভাবে শিক্ষার্থীরা ফলাফল পাবেন, তা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ নিজ প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd, educationboardresults.gov.bd www. eduboardresults.gov.bd- এ Result কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক Result sheet download করা যাবে এবং রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন।
অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪ (শিক্ষাবর্ষ ২০১৯-২০) ফলের মার্কশীটসহ
মোবাইল এসএমএসে যেভাবে দেখবেন এইচএসসি ফল
এছাড়াও পরীক্ষার্থীরা মোবাইল এসএমএসের মাধ্যমে প্রাক নিবন্ধন করে ফলাফল জানতে পারবে। প্রাক নিবন্ধন করার নিয়ম: যে কোনো অপারেটরের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে- HSC Board Name (First 3 Letter) <> Roll <> Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।
সকল শিক্ষা বোর্ডের ইংরেজী নামের প্রথম তিন অক্ষর
বাংলাদেশের শিক্ষা বোর্ডগুলোর ইংরেজি নামের প্রথম তিন অক্ষর
ঢাকা শিক্ষা বোর্ড: DHA
রাজশাহী শিক্ষা বোর্ড: RAJ
বরিশাল শিক্ষা বোর্ড: BAR
সিলেট শিক্ষা বোর্ড: SYL
যশোর শিক্ষা বোর্ড: JES
চট্টগ্রাম শিক্ষা বোর্ড: CHI
কুমিল্লা শিক্ষা বোর্ড: COM
দিনাজপুর শিক্ষা বোর্ড: DIN
ময়মনসিংহ শিক্ষা বোর্ড: MYN
কারিগরি শিক্ষা বোর্ড: TEC