রমজানের সময় সূচি 2025 আল আইন (ইফতার ও সেহরির শেষ সময়)
রমজানের সময় সূচি 2025 আরব আমিরাত আল আইন (আজকের ইফতার ও সেহরির সময়)
রমজানের সময় সূচি 2025 আল আইন আরব আমিরাত দুবাই (আজকের ইফতার ও সেহরির শেষ সময় ২০২৫) নির্ভুল ভাবে জেনে নিন। পবিত্র মাহে রমজান মাস, এখন আমাদের মাঝে বিরাজ মান। হিজরি ১৪৪৬ সনের আরবির নবম তম মাস হল মাহে রমজান। যার মাস ব্যাপী রোজা তথা সিয়ামকে করা হয়েছে আমাদের জন্য ফরজ ইবাদাত। যার কারণে প্রত্যেক মুসলিমকে আবশ্যিক ভাবেই রোজা রাখতে হবে। যার কারণে আপনার স্থানীয় সময়ের সাথে মিল রেখে জেনে নিতে হবে আরব আমিরাতের আল আইন রমজানের রোজার সময় সূচি ক্যালেন্ডার ২০২৫, যেখানে সেহরি ও ইফতারের সময় উল্লেখ্য করা হয়েছে।
রমজানের সময় সূচি 2025 আল আইন
সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরটি আবুধাবি ও দুবাইয়ের মতো বড় হয়। তবে এই শহরটিতেও রয়েছে নানা রকমের দৃষ্টি নন্দন স্থাপত্য এবং পর্যটন এলাকা। যার কারণেই প্রতি বছর বিভিন্ন দেশ হতে পর্যটক যায় আরব আমিরাতের আল আইন শহরে। এবং একই সাথে রয়েছে বিভিন্ন দেশের কর্মী, যার মধ্যে আবার বাংলাদেশী প্রবাসী উন্নতম। এতে করেই সেই সকল প্রবাসী বাংলাদেশীদের জন্য এ অংশের আয়োজন রমজানের সময় সূচি 2025 আমিরাতের আল আইনের জন্য।
আরব আমিরাত আল আইন রোজার সময়সূচি ২০২৫
হিজরি ১৪৪৫ সনের ন্যায় ১৪৪৬ সনেও সৌদি আরবের সাথেই শুরু হয়েছে আরব আমিরাতের রোজা। ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সৌদি আরবের সাথেই এবার সংযুক্ত আরব আমিরাতের রমজানের রোজার চাঁদ দেখা যায়। যার ফলে ১ মার্চ থেকে শুরু প্রথম রোজা, এতে করে আল আইন বাসীরা পবিত্র মাহে রমজানের রোজা গুলো করতে সময়ের ব্যাপারে সচেতন থাকবেন। যার জন্য এ অংশে আরব আমিরাতের আল আইন রোজার সময়সূচি ক্যালেন্ডার ২০২৫ পূর্ণ রূপে দেওয়া হল।
আজকের সেহরির শেষ সময় আল আইন 2025
সংযুক্ত আরব আমিরাতের ৪র্থ শহর আয়তনের দিক থেকে, যার আজকে রোজার সেহরির শেষ সময় ভোর ০৫.২৪ টায়। যার আগে আগে অর্থাৎ সুবহে সাদিকের আগে আপনাকে সেহরি সমন্ন করতে হবে এবং রোজার নিয়ত এর মধ্য দিয়েই হয়ে যাবে ইনশাআল্লাহ্।
আল আইন ইফতার টাইম ২০২৫
আজ ০৬.২০ টায় আরব আমিরাতের আল আইন শহরের প্রথম রমজানের রোজার ইফতার অনুষ্ঠিত হবে। যে সময় টায় মাগরিবের নামাজের আযান শুরু হবে এবং এর মধ্য দিয়েই মুসলিমরা রোজার ইফতার করবেন।